[Spotify] | [Apple Music] | [Jio Saavn] | [Amazon Music]
Lyrics Spotlight 🔥
যতখানি সুখ দিয়েছিলো,
তার বেশী ব্যাথা দিয়ে গেল,
স্মৃতি তাই আমারে কাঁদায়। (2x)
সে হারালো কোথায়, কোন দূর অজানায়।
সেই চেনা মুখ কতদিন দেখিনি,
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি।
যে ছিল দৃষ্টির সীমানায়,
যে ছিল হৃদয়ের আঙ্গিনায়।
যে ছিল দৃষ্টির সীমানায়,
যে ছিল হৃদয়ের আঙ্গিনায়।
সে হারালো কোথায়, কোন দূর অজানায়।
সেই চেনা মুখ কতদিন দেখিনি,
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি।
যতটুকু ভুল হয়েছিলো,
তার বেশী ভুল বুঝেছিলো,
কি যে চায় বলেনি আমায়। (2x)
সে হারালো কোথায় কোন দূর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি….।
যতটুকু ভুল হয়েছিলো,
তার বেশী ভুল বুঝেছিলো,
কি যে চায় বলেনি আমায়।
সে হারালো কোথায়, কোন দূর অজানায়।
সেই চেনা মুখ কতদিন দেখিনি,
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি….।
যে ছিল দৃষ্টির সীমানায়,
যে ছিল হৃদয়ের আঙ্গিনায়।
যে ছিল দৃষ্টির সীমানায়,
যে ছিল হৃদয়ের আঙ্গিনায়।
সে হারালো কোথায়, কোন দূর অজানায়।
সেই চেনা মুখ কতদিন দেখিনি,
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি।
🎵 What You’ll Find Here:
✅ Epic rock playlists
✅ Music reviews & reactions
✅ Rock history & legends
Follow on Facebook –
Id –
Page –
Email – alartrhythm@gmail.com
📌 Credits: Lyrics by [ Monirujjaman Monir ] Edited and Produced by [ Syed Faiz ] Vocal by [ A.I ]
Original Song Link –
Subscribe now and turn up the volume! Let’s keep rock alive! 🤘 Turn notification ON-don’t miss the next rocking song❤️
#যে_ছিল_দৃষ্টির_সীমানায় #ClassicRock #rockbanglamusic #banglabandsong #RockMusic #HardRock #Metal #MusicLovers #popsong #beatsong #tseries